20 January 2024
রোজ মুখ ধোয়া কতটা জরুরি, জানেন?
credit: istock
TV9 Bangla
ত্বকের উপর সারাদিন ধরে ধুলো, বালি, ময়লা জমতে থাকে। এতে ত্বক জেল্লা হারায়। তার সঙ্গে ত্বকে নানা সমস্যা প্রকোট হতে থাকে।
ত্বককে ভাল রাখতে গেলে দিনে দু'বার মুখ পরিষ্কার করা জরুরি। তাই স্কিন কেয়ার রুটিনের প্রথম ও অবিচ্ছেদ্য অংশ হল ক্লিনিং।
ক্লিনজার, ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করা হয় শুধুমাত্র ত্বক পরিষ্কার করার জন্য। ত্বক না পরিষ্কার করলে সমস্যা বাড়তেই থাকবে।
মুখ পরিষ্কার না করলে ব্রণ, দাগছোপের সমস্যা বাড়তে থাকে। পাশাপাশি ত্বকের উপর মৃত কোষের স্তর জমে, যা জেল্লা কেড়ে নেয়।
ত্বকের ধরন ও সমস্যা, এমনকি আপনার বয়সের উপর নির্ভর করছে আপনি কী ধরনের ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করবেন।
বাজারে একাধিক নামী-দামি পণ্যের ফেসওয়াশ, ক্লিনজার পাওয়া যায়। সেগুলো মুখ থেকে ময়লা দূর করলেও খুব একটা উপকারী হয় না।
আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসওয়াশ বানিয়ে নিতে পারেন। হেঁশেলে থাকা সাধারণ উপকরণই হতে পারে আপনার ফেসওয়াশ।
বেসনের সঙ্গে এক চিমটে হলুদ, লেবুর রস কিংবা টক দই মিশিয়ে ত্বকের উপর মাখুন। এটি এক নিমেষে মুখের ময়লা পরিষ্কার করে দেয়।
আরও পড়ুন