মেকআপ ব্রাশ পরিষ্কার করেন তো?
16 November 2023
মেকআপের বক্স ভরে থাকে রকমারি রঙের ব্রাশ, স্পঞ্জে। মেকআপের পাশাপাশি ব্রাশ, স্পঞ্জও প্রয়োজনীয় সামগ্রী।
ব্রাশ, ব্লেন্ডার ছাড়া মেকআপ করা সম্ভব নয়। ব্রাশ ও ব্লেন্ডার যত বেশি নরম হবে, মেকআপ ব্লেন্ড করা ততই সহজ ও ভাল হবে।
মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করেন কি? নোংরা ব্রাশ ও ব্লেন্ডার ব্যবহার করলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।
সঠিক উপায়ে ব্রাশ ও ব্লেন্ডার পরিষ্কার না করলেই বিপদ। কারণ টয়লেট সিটের সমান জীবাণু থাকে ব্রাশে, যা ত্বকের জন্য ক্ষতিকর।
গরম জলে শ্যাম্পু মিশিয়ে নিন। এতে মেকআপ ব্রাশ, স্পঞ্জ ভিজিয়ে রাখুন। ঘণ্টা দুয়েক পর পরিষ্কার জলে ধুয়ে নিন। এতে পরিষ্কার হয়ে যাবে।
হাতে শ্যাম্পু নিয়ে তার মধ্যে ব্রাশ ও স্পঞ্জ ঘষে নিন। তারপর গরম জলে দু'মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন।
ব্রাশ ও স্পঞ্জ ভিজে অবস্থায় ব্যবহার করবেন না। ব্রাশ বা ব্লেন্ডার ভিজে অবস্থায় থাকলে এতে জীবাণুর পরিমাণ বাড়বে।
ভিজে ব্রাশ ও ব্লেন্ডারগুলো পরিষ্কার টিস্যু পেপারে কিংবা তোয়ালের উপর রেখে দিন। পাখার হাওয়ায় রেখে শুকনো করে নিন।
আরও পড়ুন