মেচেতা ও পিগমেন্টেশনের সমস্যা খুবই কমন ত্বকের সমস্যা। পুরুষেরা এই সমস্যার শিকার হলেও মহিলাদের মধ্যেই বেশি এই সমস্যা দেখা দেয়। এই দাগ দূর করা বেশ কষ্টকর।
মেচেতা ও পিগমেন্টেশনের ফলে গালে, কপালে, থুতনিতে কালো ছোপ-ছোপ দাগের সৃষ্টি হয়। ফলে ত্বক দেখতে নোংরা লাগে। মুখের সৌন্দর্য ম্লান করে দেয় মেচেতার দাগ।
মেচেতার প্রধান উৎস হল, মেলানিন হরমোন। অতিরিক্ত রোদে বেরোলে এই হরমোন বেশি উৎপাদিত হয়। এছাড়া থাইরক্সিনের মাত্রার হেরফের এবং অতিরিক্ত জন্মনিরোধক ওষুধও মেচেতার দাগের কারণ হতে পারে
কমপ্যাক্ট দিয়ে বা ফেসিয়াল করেও মেচেতার দাগ ঢাকা যায় না। অনেকেই এই দাগ তোলার জন্য নানা ক্রিম ব্যবহার করেন। কিন্তু, কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করেই মেচেতার দাগ তোলা যায়।
মেচেতার দাগ তুলতে খুব কার্যকরী লেবু। লেবুর রসে থাকা অ্যাসিটিক অ্যাসিড মেচেতার দাগ নির্মূল করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন মুখে লেবুর রস লাগান। দ্রুত উপকার পাবেন।
অ্যাপেল সিডার ভিনিগারেও অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা যে কোনও দাগ তুলতে সাহায্য করে। তাই নিয়ম করে অ্যাপেল সিডার ভিনিগার জলে গুলে মুখে লাগালে মেচেতার দাগ নির্মূল করা সম্ভব।
মেচেতার দাগ তুলতেও কার্যকরী ভূমিকা নেয় হলুদ। ১০ টেবিল চামচ দুধের সঙ্গে ৫ টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। কিছুক্ষণ রাখার পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন।
পেঁয়াজের রসে থাকা সালফোক্সাইড ত্বকের কালো দাগ নির্মূল করতে সাহায্য করে। অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মুখে লাগালে মেচেতার দাগ তোলা সম্ভব।