মুলতানি মাটির প্যাকেই করুন কামাল

24 August 2023

রোদ গরম ঘাম শুধু আমাদের শরীরেই প্রভাব ফেলে না ত্বকের উপরেও প্রভাব ফেলে। ত্বক চটচটে হয়ে থাকে, সারাদিনে অয়েল সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়। মুখ বেশি তৈলাক্ত হয়ে গেলে মুলতানি মাটির এই ফেসপ্যাক মুখের সৌন্দর্য ফিরিয়ে আনবে

গরমে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও প্রয়োজন বিশেষ যত্ন । এই ঋতুতে অনেকেই তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগে থাকেন । এমন পরিস্থিতিতে মুলতানি মাটির ফেসপ্যাক দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন

মুখ বেশি তৈলাক্ত হলে সেখান থেকে ব্রণ, ফুসকুড়ি, কালোভাব, অ্যালার্জি এসব হয়েই থাকে। এক্ষেত্রে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিন এমন মুলতানির ফেসপ্যাক

মুলতানি মাটি মুখের জন্য খুবই উপকারী। মুলতানি মাটির সঙ্গে লেবুর রস আর গোলাপ জল মিশিয়ে দিতে হবে। এবার তা মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। এবার জল দিয়ে ধুয়ে নিন

মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, খুব ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে

মুলতানি মাটি, মধু, গোলাপ জল একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ শুকিয়ে গেলে জল দিয়ে তা ধুয়ে নিতে হবে। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে

মুলতানি মাটির সঙ্গে টমেটো জুস মিশিয়ে প্যাক বানান। এই দুটি উপকরণ ত্বকের জন্য খুবই ভাল। ট্যান তুলতেও ভীষণ রকম কার্যকরী এই টমেটোর প্যাক। শুকনো হলে জল দিয়ে ধুয়ে নিন 

এভাবে মুলতানি মাটি মুখে লাগালে মুখ পরিষ্কার থাকবে। অতিরিক্ত তেলতেলে দেখায় না। আর এই প্যাক লাগিয়ে মুখ ধুয়ে নিয়ে মুখে বরফ ঘষে নিন। এতে ত্বকের জন্যই ভাল

অনেকের মুলতানি মাটিতে অ্যালার্জি থাকে। আর তাই লাগানোর আগে একবার পরীক্ষা করে নিতে হবে। যদি দেখেন যে খুব বেশি চুলকুনি হচ্ছে তাহলে লাগাবেন না