সুন্দর লম্বা নখ দেখতে বড়ই সুন্দর লাগে। আর সেই নখ সুন্দর করে কেটে তাতে নেইলপলিশ লাগালে তো তোফা লাগে। সুন্দর নখের জন্য অনেকেই নেইল এক্সটেনশন করান
যদিও এই এক্সটেনশন ঠিক করে বজায় রাখা খুবই চাপের। সাদা নখ খুব সহজেই হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকী কাজকর্ম করতেও অসুবিধে হয়
আর পয়সা দিয়ে বানানো নখ যদি একবার ভেঙে যায় তাহলে মোটেই তা দেখতে ভাল লাগে না। অনেকেই দাঁতে নখ কাটার অভ্যাস থাকে। এমন অভ্যাস থাকলে নেইল এক্সটেনশন করবেনই না
নখ বাড়াতে চাইলে প্রথমেই যা করতে হবে তা হলে দাঁতে নখ কাটার অভ্যাস ত্যাগ করতে হবে। এর পাশাপাশি নিয়ম করে নখ কাটতে হবে। তবেই নখের শেপ ভাল থাকবে
শরীরে ভিটামিন ই-এর অভাব থাকলে সেখান থেকেও নখ ভেঙে যায়। তাই নিয়ম করে ডায়েট মেনে চলতে হবে। আমন্ড রাখুন রোজের ডায়েটে। এর সঙ্গে ডিম, ফল এসবও খেতে হবে
নখ যদি প্রাকৃতিক উপায়ে লম্বা করতে চান তাহলে লেবুর রসে নখ ডুবিয়ে রাখতে হবে। একটা বাটিতে একটু জল নিয়ে তাতে একটা গোটা পাতিলেবুর রস মেশান, এর মধ্যে নখ ডুবিয়ে রাখুন
এতে নখ প্রয়োজনীয় ভিটামিন সি পাবে সেই সঙ্গে নখ সাদা হবে। লেবুর খোসা দিয়ে নখে ম্যাসাজ করে নিন. এতে নখের কিউটিকল শক্ত হবে আর নখ অনেক দ্রুত বাড়বে
আর নেইল এক্সটেনশনের খরচ মোটেই খুব একটা কম নয়। প্রয়োজনে লেবুর রস আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নখে লাগাতে পারেন। এতে নখ অনেক বেশি হাইড্রেট থাকবে, ভাঙবে না