মেকআপ তুলুন এক নিমেষে

 23 October 2023

পুজোয় মেকআপ ছাড়া ঠাকুর দেখতে খুব কম মানুষই বেরোন। আবার অনেকের নিঁখুত ভাবে মেকআপ করতে পছন্দ করেন।

যতটা যত্ন নিয়ে মেকআপ করেন, মেকআপ তোলার ক্ষেত্রে আসে ততটাই অনীহা। অনেকে আবার মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন।

মেকআপ না পরিষ্কার করে ঘুমিয়ে পড়লে ত্বকের ক্ষতি হয়। মেকআপ না তুলে ঘুমোতে গেলে ব্রণ, ফুসকুড়ি দেখা দেবেই।

পুজোর মাঝে হঠাৎ করে মেকআপ রিমুভার শেষ হয়ে যায়, তা হলে কী করবেন? ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে মেকআপ রিমুভার।

মেকআপ রিমু‌ভার নারকেল তেল হিসাবে দারুণ কাজ করে। নারকেল তেল সারা মুখে মেখে নিন। সুতির কাপড় দিয়ে মুছে নিন।

অলিভ অয়েলও মেকআপ তুলতে সাহায্য করে। অলিভ অয়েল সারা মুখে মেখে নিন। তারপর ভিজে কাপড় দিয়ে মুখে মুছে নিন।

মেকআপ তুলতে কাঁচা দুধ নিয়ে মুখে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেই কাজ শেষ। 

বেকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে মেকআপ রিমুভার বানিয়ে নিতে পারেন। এই মিশ্রণ আপনার মুখ থেকে সমস্ত মেকআপ তুলে দেবে।