skin care
insomnia 3

16 January 2024

শীতেও ত্বকের তরতাজা ভাব বজায় থাকুক

credit: istock

image

TV9 Bangla

skin care (1)

ঠোঁট থেকে গোড়ালি—শীত এলেই ত্বকের দফারফা হয়ে যায়। নামীদামি ক্রিম মেখেও ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায় না এই ঋতুতে।

skin care (2)

শীতকালে ত্বক শুকিয়ে যায়। ত্বক খসখসে হয়ে যায়, খড়ি ফুটে ওঠে। ত্বক থেকে জেল্লা হারিয়ে যায় এবং এগজিমার মতো সমস্যা দেখা যায়।

skin care (3)

শীতকালীন ত্বকের সমস্যা থেকে মুক্তি দেবে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন। ক্রিমের পাশাপাশি প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। 

মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়েশ্চারাইজ করবে ও গ্লো এনে দেবে।

কাঁচা হলুদের সঙ্গে দুধ ও বেসন মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক চটজলদি ত্বকে উজ্জ্বলতা এনে দিতে সাহায্য করে। 

চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন। ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেললেই প্রাকৃতিক জেল্লা ফিরে পাবেন।

এক চামচ শসার রস ও আলুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এতে তুলোর বল ডুবিয়ে মুখে লাগান। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজ সারুন। 

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে গ্লিসারিনের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে খসখসে চামড়া থেকে সহজেই মুক্তি মিলবে।