বর্ষায় বাড়ে ত্বকের সমস্যা। দেখা দেয় র্যাশ, এগজিমা।
চুলকানি, দাদের মতোও সমস্যা দেখা দেয় বর্ষায়।
এছাড়া ব্রণ, ফুসকুড়ি, দাগছোপের সমস্যা লেগেই রয়েছে।
ত্বকের সমস্যা থেকে বাঁচতে বর্ষায় কাজে লাগান নিমের তেল।
নিমের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে।
নিম তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি এবং ই রয়েছে।
তৈলাক্ত ত্বকে তেল নিঃসরণও কমিয়ে দেয় নিম তেল। পাশাপাশি ব্রণ দূর করে।
ত্বকের উপরিতলে থাকা সমস্ত ব্যাকটেরিয়া দূর করে নিম তেল।
রোজ নিম তেল মাখলে ত্বকের কোনও সংক্রমণ ধারে কাছে ঘেঁষবে না।