20 June 2024

এই তেলেই সারবে চুল পড়ার সমস্যা

TV9 Bangla

লম্বা চুল থাকলে মহিলাদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সেই চুলের যত্ন নেওয়া মোটেই সহজ কাজ নয়।

লম্বা চুলের আরও বড় সমস্যা হল চুল পড়া। এই সমস্যায় অনেক মহিলাই জেরবার।

বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও অনেকে কাঙ্খিত ফল পান না। উল্টে চুল আরও বেশি উঠে যায়।

চুল পড়ার সমস্যা কমাতে অব্যর্থ নিমের তেল। এই তেল নিয়মিত ব্যবহার করলে, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি সম্ভব।

নিমের তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এর জন্য নিমের তেল ফাঙ্গাল এবং ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

এর পাশাপাশি নিমের তেল খুশকির বিরুদ্ধে দারুণ কাজ করে। মাথায় খুশকি দূর করে চুলকে ভালো রাখতে সাহায্য করে।

এর পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে নিম তেল।

রোজ ১০-১২ ড্রপ নিম তেল নিয়ে আঙুলের ডগা করে চুলের গোঁড়ায় ঘষুন। তার পর প্রায় এক ঘণ্টা রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন। এতে চুল পড়ার সমস্যা মিটে যাবে।