রান্নায় কম দিয়ে মাথায় লাগান, চুল ওঠা বন্ধ হবে

15 September 2023

আবহাওয়ার কারণে এখন সারাবছরই চুল ঝরতে থাকে। উপরি পাওনা হিসেবে দূষণ তো আছেই। রোদ, ঘাম, দূষণে সবথেকে বেশি চুল পড়ে, এছাড়াও চুল যদি বেশি রুক্ষ্ম হয়ে যায় তাহলেও চুল পড়ে

এছাড়াও চুল পড়ে যাওয়ার একাধিক কারণ রয়েছে। মাথায় যদি একেবারে তেল না থাকে তাহলে চুল পড়ে, ঠিক করে চুল না আঁচড়ালে চুল পড়ে আবার নোংরা মাথায় থাকলেও চুল পড়ে

চুল কেন পড়ছে তা কেউই বুঝতে পারেন না। এর নেপথ্যে অনেক কিছু থাকতে পারে। শরীরে ভিটামিনের অভাব হলে চুল পড়ে, হরমোনঘটিত সমস্যায় ভুগলে সেখান থেকেও চুল পড়ে

চুল পড়া কম করতে হলে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হবে। তেল-মশলা এসব একেবারেই বেশি খেলে চলবে না, তালিকায় প্রোটিন বেশি করে রাখতে হবে। সপ্তাহে দুদিন মাথায় তেল দিতে হবে

এছাড়াও মাথায় লাগিয়ে নিন এই পেঁয়াজের প্যাক। এতে চুল ওঠা অনেক কমে যাবে। পেঁয়াজের রস চুলের জন্য খুবই ভাল। আয়ুর্বেদে এই পেঁয়াজের অনেক গুণাগুণের কথাও বলা রয়েছে

দিনের মধ্যে ১০০ টা চুল পড়া খুবই সাধারণ ঘটনা। আর এই চুল পড়লে তবেই মাথায় নতুন চুল গজায়। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দিন পেঁয়াজ বাটা, এবার তা স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন, কমবে চুল পড়া

পেঁয়াজ বাটা আর তিন থেকে চারচামচ টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এবার তা চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু করে নিলেই চুল নরম থাকবে, চুল পড়াও কমবে

একটি পাত্রে ৫ টেবিল চামচ পেঁয়াজের রস নিয়ে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিতে হবে। এর মধ্যে ডিমের হলুদ অংশ মিশিয়ে নিন। এই প্যাক চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন, সপ্তাহে দু দিন নিয়ম করে ব্যবহার করুন