ব্রণ তাড়ানো এই ৭ উপায় না জানলেই নয়
10 October 2023
ব্রণর স্থায়ী সমাধান খুঁজতে খুঁজতে ক্লান্ত? তাহলে একবার কাজে লাগান এই ৭ ঘরোয়া টোটকা। রাতারাতি ব্রণ, পিম্পেল উধাও হবে।
ডিমের সাদা অংশ সরাসরি ব্রণর উপর লাগান। এতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা রাতারাতি ব্রণ কমাতে দারুণ কার্যকর।
এক কোয়া রসুন নিয়ে থেঁতো করে নিন। এই রসুন ব্রণর উপর লাগিয়ে রাখুন। সকালের মধ্যে ব্রণ থেকে পরিত্রাণ পেয়ে যাবেন।
নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণর সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। তবে, তাজা অ্যালোভেরা জেলই হওয়া চাই।
ব্রণ তাড়াতে টি ট্রি অয়েলের সাহায্য নিন। নারকেল তেলের সঙ্গে এটি মিশিয়ে ব্রণর উপর লাগালেই পুজোর আগে নিখুঁত ত্বক পাবেন।
রাতারাতি ব্রণ তাড়াতে কার্যকর গ্রিন টি। গ্রিন টি বানিয়ে স্প্রে বোতলে ভরে মুখে লাগান। গ্রিন টি খেলেও ত্বক পরিষ্কার থাকবে।
ব্রণর উপর লেবুর রস লাগাতে পারেন। এটি ব্রণর পাশাপাশি ব্রণর দাগও দূর করে দেবে। এমনকী ট্যানও পরিষ্কার করে দেবে।
পুজোতে অতিরিক্ত মেদ নিয়ে পছন্দের ড্রেস পরা যায় না। তাই তো পুজোর আগে অনেকেই শরীরচর্চা ও ডায়েটিং শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন