7January 2024

রোজ প্রয়োজন নেই, রবিবারই নিন ত্বকের যত্ন

credit: istock

TV9 Bangla

শীতে ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে চান, কিন্তু কিছুতেই সময় বের করতে পারেন না। আর রবিবার ছুটির দিনেই ত্বকের যত্ন নিতে চান।

রবিবার অধিকাংশেরই ছুটি থাকে, তাই এদিন ত্বকের যত্ন নেওয়ার জন্যে তো আলাদা করে সময় রাখতেই পারেন! তাহলে আর দেরি না করে ঝটপট জেনে নিন।

ত্বক ভাল রাখার প্রধান শর্ত হল তাকে পরিষ্কার রাখা। তাই রবিবার দিন আপনার ত্বককে ডিপ ক্লিনজিং করুন। ঘরোয়া ক্লিনজারের সাহায্যেই এই কাজটি করতে পারেন আপনি।

তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন, মেশান ১ চামচ ময়দা। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

সেটি আপনার মুখে লাগিয়ে ২ মিনিট ধীরে ধীরে মাসাজ করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখ ঝকঝক করছে।

এক্সফোলিয়েট করতে ভুললে চলবে না। মুখ ক্লিনজিং করার পরে আপনার পছন্দের স্ক্রাব লাগিয়ে নিন। হাতের সামান্য চাপে ধীরে ধীরে মাসাজ করুন।

এবার পছন্দের ফেসপ্যাক মুখে লাগিয়ে নিতে হবে। এই ফেসপ্যাকের গুণে ত্বকের নানা সমস্যাই নিয়ন্ত্রণে থাকবে এবং আর্দ্রতার মাত্রাও ঠিক থাকবে।

আপনি ঘরোয়া ফেসপ্যাকও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন। তার মধ্য়ে বেসন এবং গোলাপ জল দিয়ে তৈরি করুন আপনার ফেসপ্যাক।