আর মাত্র ২০ দিনের মধ্যেই বিয়ে? হবু কনেরা ত্বকের যত্ন নিন এইব ভাবে
30 October 2023
কার্তিক মাস শেষ হলেই বাজবে বিয়ের সানাই। আসছে বাঙালির মধুমাস। সবথেকে বেশি বিয়ে হয় অঘ্রাণ মাসে, এই সময় আবহাওয়া খুব ভাল থাকে। ফলে অধিকাংশ মেয়েরাই বিয়ের জন্য এই সময়টা বাছেন
একদিকে উৎসবের মরশুম অন্যদিকে বিয়ে-সব মিলিয়ে তুঙ্গে হবু কনেদের ব্যস্ততা। বিয়ে মানেই হাজারো কাজের ঝামেলা, অধিকাংশই বিয়ের কাজ একা হাতে সামলান
রোজকার ব্যস্ততা, অফিস, শপিং, আইবুড়োভাতের নেমতন্ন সব মিলিয়ে চাপ তো একটু থাকেই। হাজার হোক নিজের বিয়ে বলে কথা। বিয়ে নিয়ে সকলেরই অনেক রকম স্বপ্ন থাকে
অধিকাংশই চান নিজের বিয়ের কাজ গুছিয়ে করতে। বিয়ের কার্ড, ডেকোরেশন, খাবার মেনু, অনুষ্ঠানবাড়ি, সাজগোজ, গয়না সব কিছুর দেখভাব করতে গিয়ে আর নিজের জন্য কিছুই করার সময় থাকে না
বিয়ের দিন সকলেই চান তাঁকেই যেন দেখতে সেরা লাগে। এদিকে বিয়ের আগে এতরকম চাপ থাকে যে ঠিক মতো খাওয়া-ঘুম হয় না। এই খাওয়া ঘুম ঠিকমতো না হলে ত্বকের উপরও একটা প্রভাব পরে, ত্বক খুব শুষ্ক ক্লান্ত হয়ে যায়
তাই প্রতিদিন প্রচুর জল খেতে হবে। রোজ একবাটি করে ফল, একগ্লাস চিয়া সিড এসব খেতেই হবে সময় করে। যেহেতু রোজ বাইরে খাওয়া-দাওয়া থাকে তাই একবেলা খাবার বাদ দিয়ে ফল, জুস, ডাবের জল এসবই বেশি করে খান
একটা প্যাক বানিয়ে রেখে দিন। বেসন, টকদই, মধু, লেবুর রস, চিনি, হলুদ, কফি একসঙ্গে মিশিয়ে রাখুন। স্নানে যাওয়ার আগে মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকনো হলে তা ধুয়ে নিন
এছাড়াও পুরো শরীরে এই প্যাকটাও লাগিয়ে দিতে পারেন। ময়দা, কাঁচাদুধের মধ্যে দিয়ে গুলে ফেলুন। সঙ্গে একটু মধুও দেবেন। এবার তা পুরো শরীরে লাগিয়ে নিলে যাবতীয় ধুলো-ময়লা উঠে আসবে