9 January 2024
কপাল থেকে তাড়ান বয়সের ভাঁজ
credit: istock
TV9 Bangla
ত্বকে বলিরেখা দেখা দিলে জানবেন, আপনি বার্ধক্যের খুব কাছে। মুখেই সবার আগে বার্ধক্যের ছাপ পড়ে। আর কপালে পড়ে বলিরেখা।
অস্বাস্থ্যকর লাইফস্টাইল এবং সঠিক উপায়ে ত্বকের যত্ন না নেওয়ার কারণে কপালে ভাঁজ পড়ে। তার সঙ্গে মানসিক চাপ ও অন্যান্য কারণও দায়ী।
কপালে বলিরেখা ঠেকাতে গেলে সানস্ক্রিনের সঙ্গে সমঝোতা করা চলবে না। এরপর আপনাকে বিশেষ নজর দিতে হবে স্কিন কেয়ারের উপর।
রোজের স্কিন কেয়ারে ছোট্ট বদল আনলেই আপনি কপাল থেকে বলিরেখা ও চওড়া ভাঁজ দূর করতে পারবেন। এর জন্য কী-কী করবেন, রইল টিপস।
রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। ত্বক সমস্ত তেল শুষে নেওয়া পর্যন্ত কপালে মালিশ করতে থাকুন।
নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজড করে এবং বলিরেখা দূর করে। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।
প্রতিদিন নারকেল তেল মাখার পাশাপাশি সপ্তাহে ১দিন অ্যালোভেরা জেল ও ডিমের ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক চামড়াকে টানটান করে তুলবে।
অ্যালোভেরা জেলের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন