20 January 2024
কুমড়ো না পসন্দ? মুখে মেখে নিন
credit: istock
TV9 Bangla
শীতকালে কমবেশি সকলেই ত্বকের সমস্যায় ভোগেন। ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বকের আরও যত্ন দরকার পড়ে।
শীতকালে ক্রিম মাখার ফলে ত্বকের উপর মরা কোষের স্তর জমতে থাকে। মৃত কোষ পরিষ্কার করতে ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করা।
ত্বক এক্সফোলিয়েট করতে আপনি হোমমেড স্ক্রাব ব্যবহার করতে পারেন। পাশাপাশি ঘরোয়া উপাদানে তৈরি ফেসপ্যাকও কার্যকর।
হেঁশেলে থাকা পাকা কুমড়ো দিয়ে সেরে ফেলতে পারেন ত্বকের পরিচর্যা। কুমড়ো ছাড়াও এই ফেসপ্যাকের জন্য দরকার মধু ও দুধ।
কুমড়োতে ভিটমিন এ, ই, সি ও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
পাকা কুমড়ো পেস্ট করে পিউরি বানিয়ে নিন। ২ চামচ কুমড়োর পিউরির সঙ্গে ১/২ চামচ মধু ও ১/২ চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক বানান।
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের উপর এই কুমড়োর ফেসপ্যাক লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
মুখ ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নিন। শীতকালে সপ্তাহে ১-২ বার আপনি এই হোমমেড ফেসপ্যাক মাখতে পারেন।
আরও পড়ুন