ত্বকের যত্ন না নিলে তা রুক্ষ ও শুষ্ক হতে থাকে।
ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে কাঁচা দুধের সাহায্য নিন।
দুধ না ফুটিয়েই ব্যবহার করুন ত্বকের উপর।
কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বকের উপর কাজ করে।
মুখে কাঁচা দুধ মাখলে এটি ত্বক থেকে সমস্ত ময়লা, তেল পরিষ্কার করে দেয়।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে কাঁচা দুধ।
এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ত্বকের জেল্লা ফেটে পড়ে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন।
এই দুধে যদি হলুদ, কেশর ও মধু মিশিয়ে নেন, আরও উপকার পাবেন।