29 June 2024
দ্রুত সারবে ব্রণ, কমবে ব্যথা! মুখে লাগান এগুলি
TV9 Bangla
ব্রণের সমস্যা ভুগতে হয় অনেককেই। এই জেদি ব্রণ মুখের সৌন্দর্য নষ্ট করে।
হঠাৎ করে মুখের মাঝে ব্রণ উঠে ব্যথাতেও ভোগেন অনেকে। সাজগোজের পরিকল্পনাও মাটি হয়ে যায়।
ঘরেই কিছু জিনিস ব্যবহার করে ব্রণকে জব্দ করতে পারেন। এ গুলি দ্রুত ব্রণ সারাতে সক্ষম।
ব্যথা কমানোর মতো ব্রণ কমানোর ক্ষমতা রয়েছে অ্যাসপিরিন গুঁড়োয়। ব্রণের লালচেভাব দূর করার পাশাপাশি ব্যথাও কমায়।
টি ট্রি অয়েল ব্রণের উপরে লাগাতে পারেন। নিয়মিত লাগানে ব্রণের সমস্যা থেকে ভালো থাকবেন।
ব্রণ কমাতে স্পট ট্রিটমেন্টও কাজ দেয়। বেনজল পারক্সাইড, স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের উপর লাগাতে পারেন। একদিনের মধ্যেই ফল পাবেন।
কাপড়ের মধ্যে বরফ ভরে ব্রণের উপরে ঘষুন। দিনে বেশ কয়েকবার এই কাজ করলে ব্রণের ব্যথা মালুম হবে না।
তবে নখ দিয়ে ব্রণ খুঁটবেন না। তাতে দাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ব্রণ হলে এ সবের পাশাপাশি মুখ পরিষ্কার রাখার চেষ্টা করুন।
Learn more