16 January 2024

কয়েক মিনিটে তুলে ফেলুন মুখের ট্যান

credit: istock

TV9 Bangla

আর মুখের ট্যান তুলতে যেতে হবে না পার্লারে। বাড়িতে বসে খুব সহজেই সেই ট্যান তুলে ফেলতে পারবেন। শীতের দিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ফেসপ্যাক।

টমেটোতে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে, যা ত্বককে মসৃণ করে এবং ট্যান দূর করতে সাহায্য করে।

একটা পাকা টমোটো নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। তারপর পাল্প ছেঁকে মুখ ও হাতে ভাল করে মেখে নিন। তারপর ১০-১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

সপ্তাহে দু’ দিন ব্যবহার করলে দেখবেন, ট্যান ত্বক থেকে খুব সহজেই বিদায় নিচ্ছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এই ফেসপ্যাক অ্যান্টি এজিং এরও কাজ করে।

ট্যান তুলতে লেবুও ব্যবহার করতে পারেন। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে, যা ট্যানকে মুছে ফেলতে সাহায্য করে।

আর চিনি হল প্রাকৃতিক এক্সফোলিয়েটর। চিনি ট্যান দূর করে ত্বককে মোলায়েম ও উজ্জ্বল করে তোলে। একটা পাত্রে ১ টোবলচামচ চিনি ও ১ টেবলচামচ লেবুর রস নিন।

মিশ্রণটি লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। ১০ মিনিট পর উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এছাড়াও তালিকায় রয়েছে অ্যালোভেরা।

অ্যালোভেরা অ্যালোসিন রয়েছে, যা ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর হলুদের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক ত্বকের ইনফ্ল্যামেশন রোধ করতে সাহায্য করে।