বলিরেখা জোরাল হয় চোখের চারপাশে, ঠোঁটের উপর।
অ্যান্টি-এজিং ক্রিম মেখে বলিরেখা প্রতিরোধ করা যায় না।
ত্বকের সঠিক উপায়ে যত্ন নিলে তবেই ঠেকানো যায় বার্ধক্য।
তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা রুখে দিতে পারে বলিরেখা।
রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মধু মালিশ করুন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলও মালিশ করতে পারেন।
অলিভ অয়েল মাখলেও এড়ানো যাবে বলিরেখা।
ময়েশ্চারাইজার হিসেবে দিনে দু'বার অ্যালোভেরা জেল মাখুন মুখে।
চোখের উপর ঘষুন শসা। এতে ঠেকাতে পারবেন ত্বকের বার্ধক্য।