2 February 2024

ট্যান তুলতে মুখে টমেটো ঘষছেন?

credit: istock

TV9 Bangla

সানট্যান ওঠানোর জন্যে প্রচুর ঘরোয়া টোটকা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ মানুষই যেটা করেন, তা হল মুখে টমেটো বা লেবুর রস ঘষেন।

অনেকেই ত্বকে ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে সরাসরি লেবুর রস মুখে লাগান। কিন্তু এগুলি আদৌ আপনার ত্বকের জন্যে সুরক্ষিত তো?

ত্বকরোগ বিশেষজ্ঞদের মতে, সানট্যান তুলতে অনেকেই মুখে টমেটোর রস লাগিয়ে থাকেন। সংবেদনশীল ত্বকের জন্য তা কতটা উপকারী?

টমেটোয় উপস্থিত একাধিক উপাদান পিগমেন্টশন মলিন করতে সাহায্য করে বলে বিশ্বাস করেন অনেকেই।                                                            

তাই মুখের কালিভাব ওঠানোর জন্যে মুখে সরাসরি টমেটো লাগানোর চল রয়েছে একাধিক বাড়িতেই। তাই সতর্ক করেন চিকিৎসকরা।

ত্বকরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বকে টমেটো বা লেবুর রস লাগালে নানারকম ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।                                                            

ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এমনকী প্রতিনিয়ত ব্যবহারের ফলে ত্বকে জ্বালা বা অস্বস্তি হতে পারে। সারা মুখ লাল ব়্যাশে ভরে যেতে পারে।

রোজ রোজ যদি ব্যবহার করেন, তাহলে মুখে লালভাব দেখা দেয়। ত্বকের নানা স্থানে কালচে ছোপও দেখা যেতে পারে।