17 January 2024

আয়ুর্বেদিক উপায়ে ব্রণ তাড়ান

credit: istock

TV9 Bangla

ত্বকের খুব কমন সমস্যা হল ব্রণ। কারও হরমোনের তারতম্য, আবার কারও ক্ষেত্রে কোনও রোগের লক্ষণ হল এই ব্রণ।

ব্রণর হাত থেকে পরিত্রান পেতে গেলে খাওয়া-দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইলের উপর নজর দিতে হয়। তার সঙ্গে স্কিন কেয়ারও রয়েছে।

ব্রণর চিকিৎসায় নানা ধরনের প্রসাধনী আপনি বাজারে পেয়ে যাবেন। কিন্তু আয়ুর্বেদিক উপায়ে ব্রণ তাড়ান সবচেয়ে বেশি কার্যকর। 

আয়ুর্বেদে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। তাই ব্রণ চিকিৎসায় আয়ুর্বেদিক টিপস ব্যবহার করলে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 

ব্রণর উপর কাঁচা হলুদ বাটা ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এতে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করে।

ব্রণর চিকিৎসায় আপনি তাজা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা ব্রণর ব্যথা, ফোলাভাব ও লালচে ভাব কমাতে সাহায্য করে।

নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপকারী। নিমপাতা বাটা মাখলে ব্রণর সমস্যা কমবে।

বেসনের সঙ্গে এক চিমটে হলুদ ও গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বক পরিষ্কার হবে এবং ব্রণর সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।