ব্যথা ছাড়াই মুখের লোম তুলুন

21 November 2023

মুখের অবাঞ্ছিত লোম দূর করতে নিয়মিত ফেস ওয়াক্স বা থ্রেডিং করাতে হয়। কিন্তু এই দুটো প্রক্রিয়াই বেশ কষ্টকর।

মুখে থ্রেডিং খুব বেদনাদায়ক। তার সঙ্গে র‍্যাশ বেরোনোর ভয় থাকে। আর রেজ়ার ব্যবহার করাও খুব একটা সুরক্ষিত উপায় নয়।

আজকাল মুখের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়াক্সিংয়ের ব্যবহার বেড়েছে। অনেকের মতে, এটা সবচেয়ে কার্যকর উপায়।

ওয়াক্সিং বা থ্রেডিংয়ের সাহায্য না নিয়েও মুখের অবাঞ্ছিত লোম অপসারণ করা যায়। এক্ষেত্রে কাজে আসবে ঘরোয়া উপায়।

ঘরোয়া উপায়ে মুখের অবাঞ্ছিত লোম অপসারণ করলে কোনও ব্যথা পাবেন না। বরং, ত্বকের মরা কোষও পরিষ্কার হয়ে যাবে।

অল্প জলের সঙ্গে চিনি ও লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। তারপর এই মিশ্রণটি ফুটিয়ে ওয়াক্সের মতো গাঢ় করে নিন। 

মুখের যে অংশে অবাঞ্ছিত লোম রয়েছে, সেখানে চিনি ও লেবুর রসের মিশ্রণটি লাগিয়ে নিন। এরপর ২০-২৫ মিনিট অপেক্ষা করুন।

এরপর আপনি সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। শুধু মুখ ধোয়ার সময় হালকা হাতে সার্কুলার মোশনে স্ক্রাব করতে পারেন।