24 December 2023
কোল্ড ক্রিমের সঙ্গে মুখে টমেটো ঘষুন
credit: istock
TV9 Bangla
শীতকালে কোল্ড ক্রিম মেখে ত্বকের জেল্লা হারিয়ে দেয়। এই অবস্থায় নতুন প্রসাধনী না ব্যবহার করে টমেটো হাতে তুলে নিন।
টমেটো আপনার ত্বককে এক্সফোলিয়েট করে। ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে দেয়। এতে ত্বকের জেল্লা বাড়ে।
ব্রণর সমস্যাও দূর করে টমেটো। এতে ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা ত্বককে পরিষ্কার করে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
ওপেন পোরসের সমস্যায় মুখে টমেটো ঘুশুন। এটি রোমকূপে জমে থাকা ময়লা, তেল পরিষ্কার করে এবং ব্রেকআউটের সম্ভাবনা কমা।
রোদে পোড়া দাগ তুলতেও টমেটোর সাহায্য নিন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের লালচে ভাব কমায় এবং শীতলতা প্রদান করে।
তৈলাক্ত ত্বকের সমস্যায় দুর্দান্ত কাজ করে টমেটো। একইভাবে, সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও উপকারী টমেটো। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
টমেটো ত্বকের উপর কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। তাই এই ফল মুখে ঘষলে বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপ, ডার্ক সার্কেল দূর হয়ে যায়।
আপনি প্রতিদিন মুখে টমেটো ঘষতে পারেন। এছাড়া টমেটো, বেসন, হলুদ গুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়েও ব্যবহার করা যায়।
আরও পড়ুন