প্রসাধনী অধিকাংশ মেয়েরই খুব পছন্দের আর শখেরও বলা চলে। পছন্দের ব্র্যান্ডের প্রসাধনী কেনা অধিকাংশ মেয়ের কাছেই একটা স্বপ্ন। ছোট থেকেই সব মেয়েরা সাজতে ভালবাসেন
লিপস্টিক, টিপ, কাজল এসব লুকিয়ে জীবনে অন্তত একবার সব মেয়েই পরেছেন। অনেক স্কুলে আবার নেলপলিশ পরায় মানা ছিল। ফলে পুজো কিংবা গরমের ছুটিতে সবার চোখ এড়িয়ে নেলপলিশ পরার মজাটাই আলাদা
প্রসাধনীর মধ্যে শুধু যে লিপস্টিক, কাজল, ফেসওয়াশ, ফেসপাউডার এসবই নয় থাকে বিভিন্ন টোনার ক্রিমও। যে কারণে এই সব কিছুই যত্ন করে রাখতে হবে
কিছু প্রসাধনী আছে যেগুলো ফ্রিজে থাকলেই সবথেকে ভাল থাকে। তাই বলে বাজার থেকে কিনে এনেই ফ্রিজে ভরে দেবেন না। ফ্রিজে রাখলে যে মেয়াদ উত্তীর্ণ হলেও ব্যবহার করা যাবে এমনটা নয়
নিয়মিত টোনার ব্যবহার করেন? টোনারের বোতলটি ফ্রিজে রাখতে পারেন। এ ধরনের প্রসাধনীগুলিও ফ্রিজে রাখলে অনেক দিন ভাল থাকে। ঠান্ডা টোনার মুখে লাগালে ত্বকও ভাল থাকে, ফ্রেশ লাগে
নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখা ভাল। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। এ সব ক্রিম ফ্রিজ থেকে বার করে ত্বকে লাগালে বেশি আরাম পাবেন
ফ্রিজে লিপস্টিক ভরে রাখতে পারেন। এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভাল থাকে। রং নষ্ট হয় না, লিপস্টিকর আর্দ্র ভাবও বজায় থাকে
ফ্রিজে অ্যালো ভেরা জেল রেখে দিলে অনেক দিন ভাল থাকে। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা হলে ঠান্ডা অ্যালো ভেরা জেল দ্রুত আরাম দেয়
ফ্রিজে অবশ্যই রাখুন নেলপলিশ। বাইরে রাখলে অনেক সময়ে গরমে নেলপলিশ জমাট বেঁধে যায়। কিন্তু ফ্রিজে রাখলে তা হবে না আর লাগানোর পর নখেও থাকবে বেশি দিন