৫ টোটকায় কমবে ভুরু প্লাকের ব্যথা
20 August 2023
সরু ভুরুর চেয়ে মোটা ভুরুর রাখার চলই এখন বেশি। তবে, ভুরু প্লাক না করলে সঠিক ও সুন্দর আকৃতি পাওয়া যায় না।
ভুরুর আকৃতির উপর মুখের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। তাই ব্যথা পেলেও প্রতি মাসে নিয়ম করে থ্রেডিং করাতেই হয়।
ভুরু প্লাক করার সময় শুধু যে ব্যথা হয়, তা নয়। থ্রেডিংয়ের পর কপাল জুড়ে র্যাশ বেরোতে থাকে। এটাই বাড়ায় সমস্যা।
ভুরু প্লাক করার পর অনেকই র্যাশ, ব্রণর সম্মুখীন হন। এই সমস্যা এড়াতে থ্রেডিং করার পর আপনাকে মানতে হবে ৫ নিয়ম।
ভুরু প্লাকের পর অনেকেই কপালে জেল বা টোনার লাগান। এর চেয়ে কপালে বরফ ঘষে নিন। এতে আরাম পাবেন।
কপালে জেল বা টোনার লাগানোর বদলে থ্রেডিংয়ের পর অ্যালোভেরা জেল লাগান। এতে র্যাশ, ব্রণ বেরোবে না।
ভুরু প্লাক করানোর পর বাড়ি ফিরে মুখে ঠান্ডা জলের ঝাপ্টা দিন। এই কাজটা আপনি পার্লারেও সারতে পারেন। জ্বালাভাব কমবে।
বাড়ি ফিরে আপনি সারা মুখে শসা ঘষে নিতে পারেন। শসার মধ্যে হাইড্রেটিং এজেন্ট রয়েছে। এটি ত্বককে আরাম এনে দেবে।
সবচেয়ে ভাল হয়, যদি আপনি কপালে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বকের যত্ন হয়ে যাবে এবং র্যাশ বেরোবে না।
আরও পড়ুন