বর্ষায় ব্রণ দূর করবেন যেভাবে
17 August 2023
ঋতু যেমনই হোক ব্রণ প্রবণ ত্বক সারাবছর ব্রণর সমস্যা লেগেই থাকে। বর্ষাকালেও ব্রণর সমস্যা পিছু ছাড়ে না।
বর্ষাকালেও তৈলাক্ত ত্বকে চিটচিটে ভাব ও ব্রেকআউটের সমস্যা দেখা দেয়। এর সমাধান লুকিয়ে রয়েছে স্কিন কেয়ার রুটিনে।
বৃষ্টির জলের পাশাপাশি মুখের উপর জমতে থাকে তেল, ময়লা, জীবাণু। তাই তৈলাক্ত ত্বকের খেলা এই ঋতুতেও রাখতে হবে।
বর্ষায় মুখ পরিষ্কার করতে হালকা ক্লিনজার বেছে নিন। যাতে ময়লা, তেল, মেকআপের পাশাপাশি ব্ল্যাকহেডসও পরিষ্কার হয়ে যাবে।
ব্রণর সমস্যা থাকলেও এক্সফোলিয়েশন করা জরুরি। তবে হালকা স্ক্রাব ব্যবহার করুন। এটি মরা চামড়া পরিষ্কার করে দেয়।
এক্সফোলিয়েশন ওপেন পোরসও দূর করে দেয়। সপ্তাহে এক-দু'বার মুখে স্ক্রাব ব্যবহার করুন। খুব বেশি চাপ দিয়ে স্ক্রাব করবেন না।
বৃষ্টির দিনেও সানস্ক্রিন মাখবেন। সানস্ক্রিন আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ব্রণ প্রতিরোধেও সানস্ক্রিন সক্ষম।
ব্রণ প্রবণ ত্বকেরও দরকার আর্দ্রতা। জেল-বেসড বা অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিন। এতে ব্রেকআউট কমবে।
ব্রণর সমস্যায় মেকআপ ও অন্যান্য প্রসাধনী পণ্য থেকে দূরে থাকুন। রাসায়নিক পণ্যের প্রভাবে ব্রণর সমস্যা বাড়তে পারে।
আরও পড়ুন