1 January 2024
ঘরোয়া টোটকাতেই বন্ধ হবে টাক পড়া
credit: istock
TV9 Bangla
টাক পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় অনেকের মধ্যেই দেখা যায়। তার কারণ হল মানসিক উদ্বেগ, দৈনন্দিন জীবনের অনিয়ম, পর্যাপ্ত খাওয়াদাওয়া না করা।
তবে টাক পড়ে যাওয়ার কারণ যা-ই হোক, তা নিয়ে বেশি ভাবলে চলবে না। বরং কোন টোটকায় চুল গজাবে, তা ভাবা জরুরি। তার জন্য ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখতে হবে।
চুলহীন মাথায় তেল মালিশ করলেই উপকার পাবেন। এমন যদি রোজ করেন, তা হলে কিন্তু টাক মাথায় চুল গজাতে বেশি দিন সময় লাগবে না।
নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় মাখতে পারেন। তবে অল্প কয়েক বার ব্যবহার করে ছেড়ে দিলে চলবে না। অনেকদিন ব্যবহার করে যেতে হবে।
টাক পড়ে যাওয়ার সমস্যা রুখতে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। পাতা থেকে জেল সব কিছুতেই উপকার পাবেন। শুধু ধৈর্য ধরে ব্যবহার করুন।
রোজের তালিকায় রাখতে হবে ওমেগা ফ্যাটি অ্যাসি়ড। এই ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে চুল ধীরে ধীরে গজাবে।
শুধু টাক পড়া থেকে রক্ষা নয়, বরং চুল ঝরা বন্ধ করতে পেঁয়াজের রস ফলদায়ক। অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন।
টাক পড়ে যাওয়া আটকাতে অনেকেই নানা রকম চেষ্টা করে থাকেন। বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে এসব ঘরোয়া পদ্ধতি কাজে লাগাতে পারেন।
আরও পড়ুন