29 June 2024
এই ফল মাখলেই কমবে মুখের তেলতেলে ভাব
TV9 Bangla
তৈলাক্ত ত্বক যাঁদের গরমে তাঁদের সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। গোটা গরমেই মুখের বিশেষ যত্নের প্রয়োজন।
প্যাঁচপ্যাঁচানি গরমে মুখ সবসময় থাকবে তেলতেলে। এর জেরে ধুলোময়লা মুখে জমবে অনেক বেশি।
এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারে প্রাপ্ত প্রসাধনীর উপর নির্ভর করে থাকেন অনেকে। তাতে খুব যে কাজ হয় এমন নয়।
কিন্তু ফলের মতো প্রাকৃতির জিনিস ব্যবহার করে এই সংস্যা থেকে মুক্তি সম্ভব। তাতে ত্বক থাকবে ভালো, পাবে পুষ্টি।
মুখের তেলতেলে ভাব কাটাতে স্ট্রেবেরি দারুণ কার্যকর। স্ট্রবেরিতে প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা অতিরিক্ত নিঃসরণ নিয়ন্ত্রণ করে মুখে জৌলুস এনে দেয়।
চার-পাঁচটা স্ট্রবেরি, এক টেবিলচামচ টকদই আর কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন।
মুখ পরিষ্কার করে এই প্যাকটা লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন, তারপর ময়শ্চারাইজ়ার মেখে নিন।
এ ভাবে গোটা গরম জুড়েই এই প্যাক ব্যবহার করুন। রোজ ব্যবহারেই আপনি বুঝতে পারবেন ত্বকের আরাম।
Learn more