সুজি না খেয়ে মুখে মাখুন

07 December 2023

শীতকালে আসার আগেই ত্বকের জেল্লা হারিয়েছে। তার সঙ্গে ত্বক শুকিয়ে নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাবেন কীভাবে?

ফেসিয়াল করালেই ত্বকের জেল্লা রাতারাতি ফিরবে না। মেকআপ দিয়ে ত্বক ঢাকাও সবসময় সম্ভব নয়। এই ক্ষেত্রে কাজে আসবে ফেসপ্যাক।

ঘরোয়া উপায়ে রূপচর্চা করলে ত্বকের উপর কোনও ক্ষতিকারক প্রভাব পড়ে না। তবে, বেসন বা হলুদ নয়, এবার রূপচর্চা করুন সুজি দিয়ে।

হালুয়া, উপমা বানাতে কাজে আসে সুজি। তবে, এই উপাদান আপনার মুখ থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে দিতেও সহায়ক।

২ টেবিল সুজির সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তৈরি সুজির ফেসপ্যাক।

প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর এই সুজির ফেসপ্যাক মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর জলে হাত ভিজিয়ে নিয়ে ত্বকের উপর হালকা ভাবে ঘষতে থাকুন। মিনিট দুয়েক ঘষে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভাল লাগে! কিন্তু খাসির মাংস ভাল করে নরম না হলেই খাওয়া মাটি হয়ে যায়।