চুলে সিরাম ব্যবহারের সঠিক উপায় জানেন?

2 September 2023

চুলের যত্ন এখন শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি হেয়ার সিরাম ব্যবহারের চল বেড়েছে। কিন্তু সঠিক উপায়ে ব্যবহার করেন কি?

হেয়ার সিরাম চুলের উপর একটি আস্তরণ তৈরি করে। এটি চুলকে ধুলো-বালি, ক্ষতিকর সূর্যের রশ্মি, দূষণের হাত থেকে বাঁচায়।

চুলের জট ছাড়াতে ও ঝলমলে রাখতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে হেয়ার সিরাম। 

সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে চুলকে রক্ষা করে হেয়ার সিরাম। কিন্তু হেয়ার সিরাম ব্যবহারের সঠিক উপায় অনেকেরই অজানা। 

শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের পর শুকনো তোয়ালে দিয়ে চুল মুছে নিন। তারপর ভিজে চুলের উপরই হেয়ার সিরাম লাগান। 

প্রথমে হাতের তালুতে হেয়ার সিরাম নিয়ে ঘষে নিন। তারপর ওই হাত চুলে নীচ থেকে মাঝখান অবধি মেখে নিন। স্ক্যাল্পে লাগাবেন না।

স্ক্যাল্পে ভুলেও হেয়ার সিরাম লাগাবেন না। এতে চুলের বারোটা বাজতে পারে। হেয়ার সিরাম চুলের জন্য, স্ক্যাল্পের জন্য নয়। 

খুব বেশি হেয়ার সিরাম লাগালে, চুলে চিটচিটে ভাব বাড়বে। মনে হবে, চুলে তেল মেখেছেন। আপনার চুল জন্য হেয়ার সিরাম নিন।

বাচ্চার টিফিনে কেক, পেস্ট্রি, নুডলস দেন? এমন বেশ কিছু খাবার রয়েছে, যা আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।