স্নান সারুন হোমমেড বডিওয়াশ দিয়ে

31 August 2023

আজকাল সাবানের বদলে অনেকেই বডিওয়াশ দিয়ে স্নান করেন। এটি ত্বকের উপরিতলে জমে থাকা ময়লা পরিষ্কারে সাহায্য করে।

বডিওয়াশ ত্বককে হাইড্রেটেড রাখে ও ময়েশ্চারাইজ করে, ত্বককে কোমল রাখে এবং ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

বাজারে বিভিন্ন ধরনের শাওয়ার জেল পাওয়া যায়। তবে সবচেয়ে ভাল হয় যদি আপনি বাড়িতেই পছন্দমতো বডিওয়াশ বানিয়ে নেন।

গোলাপ জল দিয়ে আপনি বডিওয়াশ বানাতে পারেন। এতে কোনও রকম সুগন্ধি ও ক্ষার নেই। তাই আপনার ত্বকের ক্ষতিও হবে না। 

২ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এতে ১ কাপ গোলাপ জল মিশিয়ে নিন। ৩ টেবিল চামচ আমন্ডের তেল যোগ করুন।

এবার এতে যোগ করুন ২ টেবিল চামচ লেবুর রস এবং ১৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। উপাদানগুলো একসঙ্গে মেশালেই তৈরি বডিওয়াশ।

মধু দিয়েও আপনি বডিওয়াশ বানিয়ে নিতে পারেন। আপনার যদি শুষ্ক ত্বক হয়, তাহলে মধুর তৈরি বডিওয়াশ ব্যবহার করুন। 

৩/৪ কাপ তরল কাস্টাইল সোপের সঙ্গে ৩/৪ কাপ আমন্ডের তেল ও ১/২ কাপ মধু মিশিয়ে নিন। এতে মেশান পছন্দের এসেনশিয়াল অয়েল।

উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে কাচের শিশি বা বোতলে ঢেলে রাখুন। স্নানের সময় ব্যবহার করুন এই ২ হোমমেড বডিওয়াশ।