মশলার গুণে কমিয়ে ফেলুন চুল পড়া
30 October 2023
চুল পড়ার সমস্যা সহজে পিছু ছাড়তে চায় না। এমনকী নামীদামি শ্যাম্পু, তেল মেখেও খুব বেশি উপকার পাওয়া যায় না।
চুলের যত্নে বিশেষ কিছু পরিবর্তন এনে সহজেই চুল পড়াকে রোধ করা যায়। পাশাপাশি ডায়েটের উপরও বিশেষ নজর দিতে হয়।
পুষ্টিকর খাবার খেলে এবং প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিলে সহজেই আপনি ঘন, কালো ও মজবুত চুল পেতে পারেন।
এমন বেশ কিছু মশলা রয়েছে, যা আপনার চুল পড়া কমাতে পারে। এসব মশলা ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই ফারাক দেখতে পাবেন।
মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে।
আদার রস স্ক্যাল্পে মালিশ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের ফলিকলকে মজবুত করবে এবং গোড়ায় পুষ্টি জোগাবে।
মেথি দানা পেস্ট করে চুলে লাগাতে পারেন। এই প্রাকৃতিক উপাদান চুল পড়া কমানোর পাশাপাশি চুলের একাধিক সমস্যা দূর করবে।
স্ক্যাল্পে গোলমরিচের পেস্ট মাখলেও চুল পড়া কমবে। স্নানের আগে জলের সঙ্গে গোলমরিচের পেস্ট মিশিয়ে ১৫ মিনিট স্ক্যাল্পে লাগান।
আরও পড়ুন