বাড়িতে ফেসিয়াল করবেন যে উপায়ে
17 October 2023
পুজোর আগে অনেকেই বাড়িতে ফেসিয়াল করেন। কিন্তু ফেসিয়াল করার সময় কয়েকটি ভুল এড়িয়ে যাওয়া জরুরি। কী-কী, দেখে নিন।
ফেসিয়ালের প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার করা। ক্লিনজিংয়ের সাহায্যে ত্বকে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ দূর হয়ে যাবে।
ফেসিয়ালের কিটে স্ক্রাব থাকে। সংবেদনশীল ত্বকে স্ক্রাবিংয়ের প্রয়োজন নেই। তবে, এক্সফলিয়েশন ত্বককে কোমল করে তোলে।
ফেসিয়ালের তৃতীয় ধাপ হল স্টিম নেওয়া। স্টিম নিলে রোমকূপগুলো খুলে যায়, এতে ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে যায়।
চতুর্থ ধাপে পাতলা কাপড়ের উপর জেল বা ক্রিম লাগিয়ে ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। এটা ত্বকের প্রদাহ কমায়।
এবার মাসাজ ক্রিম নিয়ে মুখের ত্বকে আলতো ভাবে মালিশ করুন। বৃত্তাকার পদ্ধতিতে ও মাঝারি চাপ প্রয়োগ করে ম্যাসাজ করুন।
এবার ত্বকে লাগান ফেসপ্যাক। ১০-১৫ মিনিটের জন্য মুখে ফেসপ্যাক লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার মেখে নিন।
ফেসিয়াল করার সময় পরিষ্কার জল এবং শুকনো তোয়ালে ব্যবহার করুন। পাশাপাশি ফেসিয়ালে আগে ও পরে ওয়াক্সিং করবেন না।
আরও পড়ুন