ফেসপ্যাকই কোমল ত্বকের রহস্য
03 December 2023
শীতে ত্বকের নিবিড় যত্ন দরকার। কোল্ড ক্রিমের পাশাপাশি ফেসপ্যাক আপনার ত্বকে কোমলতা এনে দিতে পারে।
ফেসপ্যাক ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে। এটি মরা কোষ, ময়লা, তেল দূর করে দেয়। এতে ত্বকের টেক্সচার উন্নত হয়।
ফেসপ্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করলে, ত্বক তা ভাল করে শুষে নেয় এবং এতে ত্বক পুষ্টি যায় ও হাইড্রেট থাকে।
ফেসপ্যাক ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। এতেই বাড়ে ত্বকের উজ্জ্বলতা। পাশাপাশি কমে বলিরেখা, ব্রণর হওয়ার ঝুঁকি।
বাজারচলতি ফেসপ্যাক ব্যবহারের বদলে এই শীত হোমমেড ফেস মাস্কের উপর জোর দিন। ঘরোয়া উপায়ে বানিয়ে নিন ফেসপ্যাক।
এক চামচ টক দই নিন। এতে ১/২ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট করে কোমল করে তুলবে।
পাকা পেঁপে ম্যাশ করুন। এতে মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বককে পরিষ্কার করবে এবং কোমলতা এনে দেবে।
ঠান্ডা না পড়লেও শুষ্ক আবহাওয়ায় ত্বকের সমস্যা বাড়ছে। স্নান সেরে বেরোলে বডি লোশনে না মেখে থাকা যাচ্ছে না।
আরও পড়ুন