শুষ্ক ত্বকে দই কী কামাল করে, জানেন?
02 October 2023
হেঁশেলে পাতা টক দই বেঁচে গিয়েছে? এক চামচ টক দই নিয়ে ত্বকের পরিচর্যা সেরে ফেলুন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পাবেন।
শুষ্ক ত্বকের যত্নে সেরা ফলাফল এনে দেয় টক দই। টক দই ত্বকের উপর প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটাই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি ত্বককে নরম ও মসৃণ করে তোলে।
ডার্ক সার্কেল সহ ত্বকের একাধিক দাগছোপ কমিয়ে দেয় দই। পাশাপাশি ব্রণ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে টক দই।
শুষ্ক ত্বক থেকে রোদের পোড়া দাগ তুলতেও সাহায্য করে টক দই। এছাড়া দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে।
শুষ্ক ত্বকের যত্নে ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে মুখে লাগান। ২০-২৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়েও মুখে মাখতে পারেন ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে দাগছোপ কমবে।
টক দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে ত্বকের উপর হালকা হাতে ঘষুন। এই মিশ্রণটি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।
আরও পড়ুন