17 January 2024
এই টোটকাতেই গাঢ় হবে মেহেন্দির রং
credit: istock
TV9 Bangla
কোথায় আছে মেহেন্দি গাঢ় হলে নাকি প্রেম বাড়ে। কিন্তু প্রেম বাড়ুক বা না বাড়ুক আপনি খুব সহজেই মেহেন্দি রং গাঢ় করে নিতে পারবেন।
শুধু মেহেন্দি পরার আগে আর পড়ে এসব বিষয় মাথায় রেখে চলতে হবে। প্রথমেই মনে রাখবেন, হাত পরিষ্কার করে নিতে ভুললে চলবে না।
হাতে যেন কোনও তেল বা ময়শ্চারাইজার না মাখা থাকে। মেহেন্দি পরার পরে ২ ঘণ্টা কোনও কাজ করবেন না। এতে উঠে যেতে পারে।
মেহেন্দি শিল্পীর সঙ্গে নিজের পছন্দের ডিজাইন নিয়ে কথা বলে নেবেন। একটু মোটা ডিজাইন সিলেক্ট করবেন, তাতে রং ভাল আসে।
মেহেন্দি পরার আগে এই বিষয়গুলি নিশ্চিত করে নিন। তারপর পছন্দের মেহেন্দি পরা শুরু করুন। মেহেন্দি শুকিয়ে এলে এই ৪ ঘরোয়া টোটকা কাজে লাগান।
মেহেন্দি শুকিয়ে গেলে হাত পরিষ্কার করে নিন। এবার একটি সসপ্যানে ২-৩টি লবঙ্গ দিয়ে গরম করে ফেলুন। লবঙ্গ গরম হওয়ার পরে ধোঁয়া উঠতে শুরু করবে।
সেই ধোঁয়ায় হাত সেঁকে নিন। হাতের তালুর প্রতিটি অংশে লবঙ্গের ধোঁয়া যাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখুন। এতেই আপনার গাড় হবে মেহন্দি।
একটি পাত্রে পরিমাণ মতো লেবুর রস নিয়ে তাতে ২-৩ চামচ চিনি মেশান। এই ২ উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিন। তারপরে হাতে লাগিয়ে রাখুন।
আরও পড়ুন