24 June 2024

মুখের জেল্লা ফেরাবে টক দই, কী করতে হবে জানুন 

TV9 Bangla

টক দই শরীরের পক্ষে খুবই উপকারী। বিশেষ করে এই গরমের সময়ে।

স্বাস্থ্যের পাশাপাশি রূপচর্চাতেও কাজে লাগে টক দই। বিশেষ করে ত্বকের পরিচর্যায়।

সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয় টক দই। তা বলিরেখা দূর করতেও সক্ষম। কীভাবে তা ব্যবহার করবেন জানুন।

তৈলাক্ত ত্বকের সমস্যা যাঁদের তাঁরা দইয়ের টোনার ব্যবহার করুন। দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভালো করে মুখে মেখে নিন।

এই মিশ্রণ মেখে মিনিট ২০ রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম হবে, দাগছোপ দূর হবে।

টক দইয়ের সঙ্গে মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন ময়েশ্চারাইজার। তা মুখে লাগালে বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।

দই এবং মধু ভালো করে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তা মেখে মিনিট ১৫ মেখে উষ্ণজল দিয়ে মুখ ধুয়ে দিন।

ওটসের সঙ্গে টক দই মিশিয়ে তৈরি করতে পারেন ফেসস্ক্র্যাব। ত্বকের মৃত কোষ দূর করে মুখের ঔজ্জ্বলতা বাড়বে এতে।