3 July 2024

চোখের নীচে কালো দাগ? ঘরেই রয়েছে সমাধান

TV9 Bangla

চোখের নীচে কালো দাগ অনেকেরই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুঃশ্চিন্তা, জল কম খাওয়া, ঘুম কমের কারণে তা হতে পারে। অনেকের বংশগত কারণেও তা হয়।

চোখের নীচে কালো দাগ হলে দেখতে লাগে বয়স্ক। অনেকেই তা নিয়ে অস্বস্তিতে ভোগেন।

এই সমস্যার সমাধান পেতে কিছু টিপস মানতে হবে। ঘরেই তা করতে পারবেন আপনি।

চোখের নীচের দাগ দূর করতে দারুণ কার্যকর টম্যাটো। টম্যাটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চোখের নীচে লাগান।

১০ মিনিট তা রেখে ধুয়ে নিন। এ ভাবে রোজ করলে দিন কয়েক পরই পার্থক্য চোখে পড়বে।

শসা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। রোজ শসা খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

খাওয়ার পাশাপাশি শসার রসও চোখের নীচে লাগাতে পারেন। তাতেও উপকার মিলবে।