শুধু গরম নয়, শীতকালেও কিন্তু ট্যান পড়ে। তাই এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। ট্যান তুলতে শুধু ডি-ট্যান ফেসিয়ালে ভরসা রাখলে চলবে না।
ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মুসুর ডাল। ত্বকের পরিচর্যায় আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে এই ডাল।
মুসুর ডালের ফেসপ্যাক এক্সফোলিয়েশনের কাজে লাগে। এ ছাড়া ট্যান তুলতে দারুণ সাহায্য করে। পাশাপাশি ত্বকে আর্দ্রতার জোগান দিতে সাহায্য করে। এছাড়া তেল নিয়ন্ত্রণ করে। তাই ব্রণ হয় না।
একটি পাত্রে মুসুর ডাল ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে তা গ্রাইন্ডারে বেটে নিন। একটি পেস্ট তৈরি হবে। এর মধ্য়ে আপনাকে ১/৩ কাপ কাঁচা দুধ মিশিয়ে দিন। এবার দুই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি হবে।
এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট এভাবেই রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর একটা মৃদু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন মুসুর ডাল, নারকেল তেল ও হলুদের ফেস প্যাক। একটি পাত্রে এক টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো নিন। ২ টেবিল চামচ দুধ নিন। এক চিমটে হলুদ নিন। শেষে ৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে দিন।
প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই পেস্ট ভালো করে আপনার মুখে লাগিয়ে নিন। হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে ম্যাসাজ করতে পারেন। ২ মিনিট রেখে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
ত্বকের ধরন যদি শুষ্ক হয় তবেই নারকেল তেল ব্যবহার করুন। নইলে দরকার নেই। এই ফেসপ্যাকটি আপনি ফেস ওয়াশ হিসেবেই ব্যবহার করতে পারেন। পরিষ্কার হবে ত্বক।