শীতে ত্বকের যত্নে এক চিমটে হলুদ

06 December 2023

রূপচর্চার দুনিয়ায় হলুদের গুণাগুণ নতুন বিষয় নয়। ত্বকের হাজারো সমস্যা এক নিমেষে দূর করে দিতে পারে এক চিমটে হলুদ।

হলুদ ত্বককে পরিষ্কার, উজ্জ্বল ও দাগছোপহীন করে তোলে। তবে, এখন শীতের সময়। এখনও কি একইভাবে মুখে হলুদ মাখা যায়?

শীতকালে ত্বকের পরিচর্যা একটু অন্য হয়। ত্বকের আর্দ্রতা যাতে বজায় থাকে এমন উপাদান দিয়ে ত্বকের দেখভাল করতে হয়।

হলুদের ফেসপ্যাক ব্যবহার করে আপনি শীতকালে ত্বকের জেল্লা ধরে রাখতে পারবেন। পাশাপাশি এতে ত্বক কোমলও থাকবে।

১ চামচ আমন্ড পাউডারের সঙ্গে ১/২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এতে ১ চামচ দুধ মিশিয়ে নিয়ে মুখ ও ঘাড়ে লাগান।

ব্রণ-প্রবণ ত্বক হলে ২ চামচ দইয়ের সঙ্গে ১ চামচ মুলতানি মাটি ও এক চিমটে হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন।

শীতকালে ত্বককে এক্সফোলিয়েট করতে চন্দন গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো গোলাপ জল দিয়ে মিশিয়ে ত্বকের উপর লাগান।

বাজারে দেখা মিলছে মাশরুমের। শীতকালে মাশরুম খেলে দেহে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হতে পারে। কিন্তু কীভাবে খাবেন?