28 January 2024

মুখে হলুন লাগানোর সঠিক উপায় জানেন?

credit: istock

TV9 Bangla

ত্বকের জন্যে যেসব ঘরোয়া প্রাকৃতিক উপাদান বিশেষভাবে কার্যকরী, সেই তালিকায় একদম প্রথম সারিতেই রয়েছে হলুদ।

এই প্রাকৃতিক উপাদানের অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ শুধুই ত্বকের জেল্লা বাড়ায় না, সেই সঙ্গে সংক্রমণ প্রতিরোধেও বিশেষ ভূমিকা নেয়।

turmeric

প্রতিদিন হলুদের ব্যবহারে পাওয়া যায় আরও অনেক উপকার। তাই তো বছরের পর বছর ধরে হলুদের ব্যবহার হয়ে আসছে।

তবে অনেকেই সঠিক পদ্ধতি জানেন না। নানা উপায়ে হলুদ ত্বকে ব্যবহার করা যায়। তবে হলুদের টোনার বিরাট উপকারী।

একটি মাইক্রোওয়েভপ্রুফ বাটিতে ১/৪ কাপ উইচ হ্যাজেল নিন। তার সঙ্গে পরিমাণ মতো হলুদ মেশান। এই দুই উপকরণ ভাল করে মেশান।

মেশানোর পরে ১ মিনিট মাইক্রোওয়েভে গরম করে নিন। তারপর সেই মিশ্রণ ঠান্ডা করুন। তারপর অ্যালোভেরা জেল মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে রাখুন।

মাইক্রোওয়েভ না থাকলে আপনি অন্য পদ্ধতিতেও এই টোনার বানাতে পারবেন। তারজন্য মিশ্রণটিকে গরম জলের উপর রাখুন।

এই শারীরিক বা মানসিক লক্ষণগুলি দেখা দিলে আপনার তাড়াতাড়ি সতর্ক হয়ে যাওয়া উচিত। দেখে নিন সমস্ত লক্ষণ।