27 December 2023
দু'দিনে ফেরান ত্বকের জেল্লা
credit: istock
TV9 Bangla
কাজের চাপ, সময়ের অভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না। আর কোল্ড ক্রিমের ব্যবহারে ত্বক ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ে।
নতুন বছর আসতে চলেছে। বর্ষবরণের রাতে পার্টির পরিকল্পনা রয়েছে। এমন নিস্তেজ মুখ দিয়ে নিয়ে কীভাবে উৎসবে মেতে উঠবেন।
কম সময়ে ত্বকে উৎসবের জেল্লা ফেরানো যায় ঘরোয়া টোটকায়। ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি ফেসপ্যাকে। রইল তারই হদিস।
হেঁশেলে থাকা আলু দিয়ে আপনি রাতারাতি ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে পারেন। আধখানা আলু বেটে তার রস বের করে নিন।
২ টেবিল চামচ আলুর রসের মধ্যে ২ টেবিল চামচ দই, ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন।
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচের উপাদান রয়েছে। অন্যদিকে, লেবুর রসেও রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফেরাবে।
১ চামচ কফি পাউডারের সঙ্গে ২ চামচ মধু ও ১ চামচ গোলাপ জল মিশিয়ে ত্বকে ঘষুন। তারপর ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
কফির ফেসপ্যাক ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে দেবে। পাশাপাশি ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
আরও পড়ুন