26 June 2024

ঘরোয়া প্যাকেই দূর হবে মুখের কালচে দাগ

TV9 Bangla

গরমে বাইরে ঘোরাফেরা করে অনেকেরই মুখে পড়েছে কালচে দাগ। বয়স বাড়ার সঙ্গে মুখের যত্ন না নিলেও দাগছোপ পড়ে অনেকের।

প্রসাধনী ব্যবহার করে এই দাগ তোলা যায়। কিন্তু তাতে থাকা রাসায়নিক ত্বকের অন্য ক্ষতি করে দেয়। তিন ঘরোয়া প্যাকেও এই সমস্যা থেকে মুক্তি সম্ভব।

বেসন ও হলুদ মুখের কালোছোপ তুলতে কার্যকর। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে বেসন মেশান। এর পর দুধ বা গোলাপ জল দিয়ে মিশ্রণ তৈরি করুন।

ফেসওয়াশ করে মুখে এই মিশ্রণ মাখুন। মিনিট ১৫ রেখে মুখ ধুয়ে ফেলুন। এ ভাবে নিয়মিত তা ব্যবহার করুন।

চন্দন বেঁটে তার সঙ্গে মেশান গোলাপ জল। চন্দন গুঁড়োও ব্যবহার করতে পারেন। গাঢ় করে সেই মিশ্রণ তৈরি করুন।

এই মিশ্রণ সারা মুখে মেখে নিন। তা না শুকানো অবধি অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। দাগছোপ কমাতে দারুণ কাজে দেয় এটি।

নিষ্প্রাণ মুখের জেল্লা ফেরাতে পাকা পেঁপের তুলনা নেই। পাকা পেঁপে ভালো করে চটকে নিন। তার পর তার মধ্যে মধু মেশান।

এই মিশ্রণ ফেসওয়াশের পর মুখে মাখবেন। সপ্তাহ খানের মাখলেই বুঝবেন মুখের পরিবর্তন।