aloevera gel

26 December 2023

কন্ডিশনার ছেড়ে অ্যালোভেরা জেল মাখুন

credit: istock

image

TV9 Bangla

aloevera gel (1)

শ্যাম্পু করলে কন্ডিশনারও ব্যবহার করতে হয়। কন্ডিশনার চুলে আর্দ্রতা জোগায়। চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

aloevera gel (2)

বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার পাওয়া যায়। কোনওটার কাজ চুলকে ফ্রিজিনেস থেকে বাঁচানো, কোনওটা হাইড্রেট করে চুলকে।

aloevera gel (3)

হাইড্রেশন থেকে বাউন্সি সব যদি একটা কন্ডিশনারই করে দেয়, তাহলে কেমন হবে? বাজারচলতি কন্ডিশনার ছেড়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। 

অ্যালোভেরা জেল চুলকে নরম করে তোলে। ফ্রিজিনেস কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। পাশাপাশি চুলের ক্ষয় রোধ করে।

কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করলে স্ক্যাল্পে চুলকানি ও প্রদাহ কমবে। এমনকি খুশকির সমস্যাও দূর হয়ে যাবে।

অ্যালোভেরা গাছের একটি পাতা তুলে নিন। তার থেকে নির্যাস বের করে নিন। মিক্সিতে ওই নির্যাস ব্লেন্ড করে অ্যালোভেরা জেল বানিয়ে নিন।

শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত জল নিংড়ে নিন। চাইলে চুল ভাল করে মুছেও নিতে পারেন। এরপর স্ক্যাল্প ও চুলে অ্যালোভেরা জেল লাগান।

অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ১ মাস ব্যবহার করলে ফল পাবেন হাতে-নাতে।