5 July 2024
রাতে এই কাজ করলে মুখ থাকবে
সতেজ
TV9 Bangla
মুখের উজ্জ্বল ও সতেজ ভাব ধরে রাখতে তার যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।
কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেই এই কাজ করা সম্ভব। তাতে ত্বক থাকবে ভালো, কোনও সমস্যা ঘেঁষতে পারবে না।
কফি পানীয় হিসাবে গোটা বিশ্বে জনপ্রিয়। পানীয়ের পাশাপাশি রূপচর্চাতেও তা কাজে লাগে।
রোজ রাতে শুতে যাওয়ার আগে কফির ফেসপ্যাক মাখুন মুখ। এই কাজ করলে সকলের চোখ আপনার দিকেই।
কফি দিয়ে ফেসপ্যাক বানানোর জন্য নিন এক চামচ কফি এবং এক চামচ মধু।
এই দুই উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে মেশান। মিশ্রণে জল দেবেন না।
মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিন। মিনিট পাঁচেক তা রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।
রাতে এই কাজ করলে সারা দিন আপনার ত্বক থাকবে উজ্জ্বল। জেল্লাদার হবে আপনার মুখ।
Learn more