22 January 2024

কফিতেই কালো হবে সাদা চুল!

credit: istock

TV9 Bangla

৩০ পেরতে না পেরতেই চুলের রং ফিকে হতে শুরু করে। কালো চুলের জায়গা নেয় সাদা চুল। আর তা এড়িয়ে যাওয়াও যায় না।

ফলে সাদা চুলকে কালো করতে একের পর এক বাজারের রাসায়নিক রং ব্যবহার করেন অনেকেই। এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে।

কিন্তু এই সমস্যা এড়াতে আপনি বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই প্যাক বানিয়ে চুলে লাগাতে পারেন।                                        

চুল কালো করতে কফি ব্যবহার করুন। সিন্থেটিক হেয়ার ডাইতে নানারকম ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা আপনার চুলের বারোটা বাজায়।

কাচের বাটিতে প্রথমে ২ কাপ জল নিন। এর মধ্যে মিশিয়ে দিন ১ কাপ কফি পাউডার। ভাল করে মিশিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 তারপর কফির মিশ্রণে যোগ করুন ২ চামচ হেয়ার কন্ডিশনার এবং আরও ২ চামচ কফি পাউডার। এবার প্রতিটি উপকরণ গুলিয়ে নিলেই তৈরি মাস্ক।

শ্যাম্পু করার পরে চুল কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে হেয়ার ব্রাশের সাহায্যে এই হেয়ার ডাই চুলে লাগিয়ে নিন।

তারপরে ১ ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। এই সময় ভুলেও শ্য়াম্পু করবেন না। এছাড়া আপনি চায়ের লিকারও ব্যবহার করতে পারেন।