রোজের রূপচর্চায় শসার জল থাকুক
5 September 2023
শসার কদর সারাবছরই থাকে। ত্বকের পরিচর্চা করার দৌড়েও এগিয়ে শসা। এই উপাদান ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
মুখে শসা মাখলে নিমেষের মধ্যে সতেজতা ফিরে পাওয়া যায়। এমনকী রোদে পোড়া দাগ তুলতেও শসার জুড়ি মেলা ভার।
শসার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই শসা মুখে মাখলে ত্বকের জেল্লা ফিরে আসে দু'দিনে।
বেশিরভাগ ক্ষেত্রে শসার রস মুখে মাখা হয়। অনেকেই অ্যালোভেরা জেলের সঙ্গে শসা কুড়ে মুখে মাখেন। এতেও ত্বক ভাল থাকে।
কিন্তু হাতে সময় না থাকলে কিংবা প্রতিদিন ত্বকে শসা মাখতে চাইলে কী করবেন? এক্ষেত্রে শসার জল স্প্রে করতে পারেন মুখে।
একটি জারে ভর্তি করে জল নিন। এর মধ্যে একটা শসা কেটে ফেলে দিন। রাতভর জল ভর্তি জারটা ফ্রিজের মধ্যে রেখে দিন।
এই জল স্প্রে বোতলে ভরে রাখুন। যে কোনও সময় আপনি মুখে স্প্রে করতে পারেন শসার জল। এটি ত্বকে উপর টোনার হিসেবে কাজ করে।
শসার জলের মধ্যে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড রয়েছে। এটি ত্বকে ক্লান্তি দূর করতে এবং সতেজতা এনে দিতে সাহায্য করে।
সারাদিনের কাজের মাঝে নিস্তেজ ত্বকে জেল্লা আনতে সাহায্য করবে এই শসার জল। একবার স্প্রে করলে চোখে-মুখে আরাম পাবেন।
আরও পড়ুন