18 January 2024

ঘন কালো চুল ফেরাবে ২ চামচ টক দই

credit: istock

TV9 Bangla

প্রচুর পরিমাণে চুল উঠছে? এর কারণ হল অপুষ্টি ও প্রোটিনের অভাব। আর এই দুই কারণই চুলের গোড়াকে দুর্বল করে দিতে পারে।

তাই এই চুল পড়া থেকে বাঁচতে আপনি টক দইয়ের সাহায্য নিতে পারেন। চুল ভাল রাখতে এবং স্ক্যাল্পে খুশকির সমস্যা কমাতে পারদর্শী টক দই।

টক দই স্ক্যাল্পে এমন এক উপাদান তৈরি করতে সাহায্য করে, যা খুশকি কমিয়ে দিতে পারে। সেই সঙ্গে চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখে। ফলে সহজেই চুলের গোড়া দুর্বল হয় না।

স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ঠিক রাখে। তাই স্ক্যাল্পে সংক্রমণ হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়। ফলে এটিকে চুলের সঙ্গী করতেই পারেন।

কিন্তু তার আগে জানা প্রয়োজন টক দই কী ভাবে স্ক্যাল্পে ব্যবহার করবেন? টক দইয়ের হেয়ার মাস্ক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন একটি ডিম, ২ টেবিল চামচ টক দই।

একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। ভাল করে মেশাতে হবে। ডিমের হলুদ এবং সাদা অংশ মিশে যাবে। এবার ডিমের মধ্য়ে টক দই মিশিয়ে দিতে হবে। একটি ঘন মিশ্রণ তৈরি হবে।

চুল কয়েক ভাগে ভাগ করে নিন। এই মিশ্রণ ভালো করে স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে নিন। তারপর ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। ঠান্ডা জলে চুল ধোবেন।