21 December 2023

১ কোয়া রসুন দিয়ে খুশকি তাড়ান

credit: istock

TV9 Bangla

শীতকালে চুলের সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই শুষ্ক আবহাওয়া সবচেয়ে বিরক্তিকর খুশকির সমস্যা।

স্ক্যাল্পে আর্দ্রতার অভাবে খুশকির সংক্রমণ দেখা দেয়। তখন হাজার অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করলেও খুশকির সমস্যা পিছু ছাড়ে না।

খুশকি দূর করতে অনেকেই ঘরোয়া উপায় বেছে নেন। কিন্তু সেখানেও বিশেষ লাভ মেলে না। কারণ সেই প্রতিকারে রসুন থাকে না।

রসুনের মধ্যে অ্যালিসিন নামের অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকির সমস্যা দূর করে। খুশকি তাড়াতে রসুনের হেয়ার প্যাক ব্যবহার করুন।

৪-৫টা রসুনের কোয়া থেঁতো করে নিন। এতে ২ চামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে ১০ মিনিট মালিশ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

রসুন ও মধু উভয়তেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুলে আর্দ্রতা প্রদান করে এবং খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।

২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ চামচ রসুন বাটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এটি হেয়ার মাস্কও খুশকি তাড়াতে সাহায্য করবে।

শীতকালে সংক্রমণের ঝুঁকি বেশি। এই মরশুমে তুলসির কাড়া খেলে বাড়বে রোগ প্রতিরোধের ঝুঁকি। জ্বর, সর্দি-কাশিতেও ভুগবেন না।