16 June 2024
এই হার্বাল তেল চুল বড় করার একমাত্র 'ওষুধ'
TV9 Bangla
সব মহিলায় চান লম্বা ও সুন্দর চুলের অধিকারিণী হতে। কিন্তু তার জন্য কেশের যত্ন নেওয়া আবশ্যক।
বাজার চলতি প্রধাসনী দ্রব্য ব্যবহার করে এই উপকার মেলার সম্ভাবনা কম। কিন্তু চুলকে লম্বা ও শক্তিশালী করতে হার্বাল অয়েলের বিকল্প নেই।
বাড়িতেই এই হার্বাল অয়েল বানিয়ে রোজ চুলে লাগান, তাহলে দিন কয়েক পর থেকেই বুঝতে পারবেন পার্থক্য। জেনে নিন কীভাবে বানাবেন এই হার্বাল অয়েল।
নারকেল তেল-২০০ মিলি, ক্যাস্টর অয়েল- ৫০ মিলি, অলিভ অয়েল- ৫০ মিলি, মেথি- ২ চামচ, কারি পাতা, আমলকি পাউডার- ২ চামচ, জবাফুল-৫টি, নিমপাতা, এসেন্সিয়াল অয়েল- ১০ ড্রপ।
একটি পরিষ্কার পাত্রে নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। এর পর মেথি গুড়িয়ে মিশিয়ে দিন ওই তেলের মিশ্রণে।
এর পর কারি এবং নিম পাতাকে ছোট ছোট টুকরো করুন। এবং মিশিয়ে দিন। এই পাতা চুল শক্ত করতে এবং খুশকি তাড়াতে সাহায্য করে।
আমলকি গুঁড়ো ওই মিশ্রণে মেশান। আমলকি চুলের জন্য খুবই উপকারী। চুলের গোঁড়া শক্ত করে চুল পড়া কমায়। পুষ্টি জুড়িয়ে চুলের বৃ্দ্ধিতে সাহায্য করে।
কিশমিশ অতি পরিচিত শুকনো ফল বা ড্রাই ফ্রুটস। শুধু মুখে খাওয়া ছাড়াও পায়েস, পোলাওয়ে এটি ব্যবহৃত হয়।
আমলকি পাউডার মেশানোর পর জবাফুল বেঁটে সেই রস মিশিয়ে নিন। তার পর তা গরম করে ১৫-২০ নাড়তে থাকুন।
কিশমিশ অতি পরিচিত শুকনো ফল বা ড্রাই ফ্রুটস। শুধু মুখে খাওয়া ছাড়াও পায়েস, পোলাওয়ে এটি ব্যবহৃত হয়।
ঠান্ডা হলে তেল তৈরি। তা ছেঁকে নিয়ে পরিষ্কার পাত্রে ঢেলে রেখে দিন। রোজ এই তেল মাখুন। তাতেই চুল হবে শাইনি। চুল বাড়বেও দ্রুত।
Learn more